You have reached your daily news limit

Please log in to continue


নতুন গান ‘দ্বিপ্রহর’ নিয়ে আসছে হাবিব

প্রায় দুই দশকের ক্যারিয়ারে সংগীতের অনেক বাঁক বদল হতে দেখেছেন গায়ক, সুরকার ও সংগীত পরিচালক হাবিব ওয়াহিদ। সব বুঝে শুনে হাবিব আপাতত নিজের গান নিজেই প্রকাশ করার নীতিতে আছেন। 

নিয়মিত একের পর এক গান প্রকাশ করছেন ইউটিউবে নিজের নামে খোলা চ্যানেলে। এক্ষত্রে বেশ সফলতাও পাচ্ছেন।

হাবিব ওয়াহিদ এবার নিয়ে আসছেন নতুন গান ‘দ্বিপ্রহর’। বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে ইউটিউবে তার নিজের চ্যানেলে গানটি অবমুক্ত করা হয়।

গানটির কথা লিখেছেন মীর শরিফুল করিম শ্রাবণ। সুর-সংগীত করেছেন হাবিব নিজেই। নতুন এই গানের কথাগুলো এমন-জানো নাকি ঘোর লাগা পথে হারিয়ে, খুঁজি তোমায় হারিয়ে অকারণ।

গানটি প্রসঙ্গে হাবিব বলেন, গানটি আমার একক গানের প্রজেক্ট। ‘দ্বিপ্রহর’ মূলত রোমান্টিক ধারার বিরহের গান। আমার ভক্ত-শ্রোতারা যে ধরনের গান প্রত্যাশা করে। এটি ঠিক এমনই একটি গান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন