নিট শিল্প স্থাপনে ৩৭০ কোটি টাকা বিনিয়োগ

প্রথম আলো প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ২১:৫১

নিট কম্পোজিট টেক্সটাইল শিল্প স্থাপনে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) ৩ কোটি ৮৯ লাখ ৯০ হাজার (৩৮.৯৯ মিলিয়ন) মার্কিন ডলার বা ৩৭০ কোটি ৪০ লাখ ৫০ হাজার টাকা (প্রতি ডলার ৯৫ টাকা ধরে) বিনিয়োগ করবে দেশি মালিকানাধীন প্রতিষ্ঠান ট্রেন্ডি টেক্সটাইলস লিমিটেড।


কোম্পানিটি বছরে ১ কোটি ৫০ লাখ পিস জামা, টি-শার্ট, জ্যাকেট, ট্রাউজারস, হুডিসহ ক্রীড়ার পোশাক বানাবে। এতে কর্মসংস্থান হবে ২ হাজার ৯৯৩ জন বাংলাদেশির।


গতকাল মঙ্গলবার রাজধানীর গ্রীনরোডে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) নির্বাহী দপ্তরে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরিত হয়।


বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ ও ট্রেন্ডি টেক্সটাইলসের ব্যবস্থাপনা পরিচালক নাফিস মুনতাসির চুক্তিতে সই করেন। এ সময় বেপজার নির্বাহী চেয়ারম্যান আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান, সদস্য মোহাম্মদ ফারুক আলম, নাফিসা বানুসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


বেপজা জানিয়েছে, চুক্তি অনুসারে ঢাকা ইপিজেডের একটি বন্ধ কারখানা নিলাম প্রক্রিয়ায় কিনে নিয়ে নতুন করে সেখানে উৎপাদন শুরু করবে ট্রেন্ডি টেক্সটাইলস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও