কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রতিদিন ১০০ থেকে ১৫০ ছক্কা মারেন আসিফ আলী

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ১৮:৫৫

গত টি-টোয়েন্টি বিশ্বকাপের আলোচনায় গেলে সেখানে পাকিস্তানি ব্যাটার আসিফ আলীর নামটা নিঃসন্দেহে থাকবে। চাহিদা মিটিয়ে ছক্কা আর ফিনিশিং রোল প্লের জন্য ভক্তদের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। বিস্ফোরক এই ব্যাটার যে আবারও ঝড় তোলার অপেক্ষায়!


দুয়ারে কড়া নাড়ছে এশিয়া কাপ। টি-টোয়েন্টি ফরম্যাটের এই টুর্নামেন্ট তো আসিফ আলীদের মতো পাওয়ার হিটারদের জন্যই পোয়াবারো। সে কারণেই কিনা রোজ রোজ ছক্কা হাঁকিয়ে ব্যাটটায় শান দিয়ে রাখছেন। জানালেন, প্রতিদিন অনুশীলনে ছক্কা মারছেন ১০০ থেকে ১৫০! পাকিস্তান ক্রিকেট বোর্ডের দেওয়া এক ভিডিও বার্তায় আসিফ বলেছেন, ‘আমি এমন এক পজিশনে ব্যাট করি, যেখানে গড়ে প্রতি ওভারে ১০ রান প্রয়োজন পড়ে। এজন্য বড় শট খেলা দরকার। আর দরকার অনুশীলন। সাধারণত আমি প্রতি দিন ১০০ থেকে ১৫০ ছক্কা মারি। যাতে করে ম্যাচে অন্তত ৪-৫ টা ছক্কা থাকে।’  



গত টি-টোয়েন্টি বিশ্বকাপেই দেখা গেছে, লেট মিডল অর্ডারে পাকিস্তানের অন্যতম ভরসার নাম ছিলেন আসিফ। প্রয়োজনীয় মুহূর্তে ছক্কা মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিতে পেরেছেন। আসিফ জানিয়েছেন, টেপ বলের ক্রিকেট খেলেই পাওয়ার হিটিংটা রপ্ত করেছেন, ‘পাওয়ার হিটিংয়ে টেপ বল ক্রিকেট আমাকে যথেষ্ট সহায়তা করেছে। টেপ বল ক্রিকেটে সোজা ব্যাটে ও নিশ্চল মাথা রেখে খেলতে হয়। যাতে মনোযোগ অটুট থাকে। পাশাপাশি সংক্ষিপ্ত ওভারের ম্যাচ হওয়ায় স্কোরও হয় অনেক বড়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও