কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিশ্বকাপের আগে কোন দুই ভারতীয় ক্রিকেটারকে যথেষ্ট বিশ্রাম দেওয়ার পরামর্শ শাস্ত্রীর

আনন্দবাজার (ভারত) প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ১২:১৭

২০১৩ সালের পর থেকে কোনও আইসিসি প্রতিযোগিতা জেতেনি ভারত। ২০১৭ সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে উঠে হারতে হয়েছে। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে মরিয়া রোহিত শর্মারা। তবে তার আগে দু’জন ক্রিকেটারকে নিয়ে ভারতীয় ম্যানেজমেন্টকে সতর্ক থাকতে বললেন রবি শাস্ত্রী।


ভারতের প্রাক্তন কোচের দাবি, এই দুই ক্রিকেটারকে টি-টোয়েন্টি বিশ্বকাপে সম্পূর্ণ ফিট অবস্থায় দরকার। তাই তাঁদের উপর বেশি ম্যাচ খেলার ধকল দেওয়া উচিত নয়।কোন দুই ক্রিকেটারের কথা বলেছেন শাস্ত্রী? এক জন অলরাউন্ডার হার্দিক পাণ্ড্য। অন্য জন জোরে বোলার যশপ্রীত বুমরা।


এই দুই ক্রিকেটার যেন বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ১০০ শতাংশ সুস্থ অবস্থায় নামতে পারেন তার জন্য তাঁদের বেছে বেছে খেলানো উচিত বলে মনে করেন শাস্ত্রী।সম্প্রচারকারী চ্যানেলে একটি সাক্ষাৎকারে শাস্ত্রী বলেন, ‘‘ভারতীয় দলের ভারসাম্য বজায় রাখার জন্য হার্দিককে প্রয়োজন। ও না থাকলে ব্যাটিং, বোলিং দু’দিকই দুর্বল হয়ে যায়। গত বার টি-টোয়েন্টি বিশ্বকাপে হার্দিক ফিট না থাকায় আমাদের খুব সমস্যা হয়েছিল। এ বার যাতে সেটা না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।’’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও