ইউএস ওপেনে কি খেলতে পারবেন জোকোভিচ
প্রথম আলো
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ১০:৪৯
বছরের শেষ গ্র্যান্ড স্লাম টুর্নামেন্ট ইউএস ওপেন শুরু হবে ২৯ আগস্ট। র্যাঙ্কিংয়ে শীর্ষ খেলোয়াড় নোভাক জোকোভিচকে কি সেখানে দেখা যাবে? সার্বিয়ান তারকার অফিশিয়াল ওয়েবসাইটের কথা সত্য হলে বলা যায়, ইউএস ওপেনে দেখা যাবে না জোকোভিচকে।
গত জুলাইয়ে উইম্বলডন থেকে ক্যারিয়ারের ২১তম গ্র্যান্ড স্লাম শিরোপা তুলে নেওয়া জোকোভিচ রাফায়েল নাদালের পিছু ছুটছেন। ২২টি গ্র্যান্ড স্লাম জিতে ছেলেদের মধ্যে সবার ওপরে এই স্প্যানিয়ার্ড। তাঁকে ধরতে আর একটি গ্র্যান্ড স্লাম শিরোপা চাই জোকোভিচের। ইউএস ওপেন তাঁর জন্য একটি সুযোগ। কিন্তু ফ্লাশিং মিডোজে জোকোভিচ খেলবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহই আছে। তাঁর অফিশিয়াল ওয়েবসাইটে লেখা, ‘এ মুহূর্তে কোনো কার্যসূচি নেই।’ অথচ কয়েক দিন পরই যুক্তরাষ্ট্রে শুরু হবে ইউএস ওপেন।