কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

প্রথম প্রেমের স্মৃতি কেন ভুলা যায় না

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ০৯:৪৮

কথায় আছে, জীবনে প্রথম কোনো কিছুই মানুষ ভুলতে পারে না। তেমনি জীবনে প্রথমবার যার প্রেমে পড়ে, তাকে সহজে ভুলতে পারে না কেউ। সারা জীবনই ঐ প্রিয় মানুষটি রয়ে যায় মনের মণিকোঠায়। শত চেষ্টা করেও কেন প্রথম প্রেমের স্মৃতি মানুষ ভুলতে পারে না?


প্রেম কোনো বাধা মানে না। প্রকৃতির নিয়মেই সবার জীবনেই কোনো না কোনো সময় নেমে আসে সেই অমোঘ মুহূর্ত। কেউ কেউ আবার বারে বারে প্রেমে পড়ে। আসলে জীবনে যে প্রেম শুধু একবারই আসে তা কিন্তু নয়। অনেকবারই প্রেমে পড়ে মানুষ। তবে জীবনে প্রথমবার যার প্রেমে পড়েছেন তার মনে গেঁথে সেই স্মৃতিগুলো, যা ভোলা সম্ভব হয় না। তবে কেন মানুষ প্রথম প্রেমের স্মৃতি ভুলতে পারে না? এমন প্রশ্ন কমবেশি সবার মনেই জাগে দেয়।


মার্কিন দৈনিক দ্য ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথম প্রেম অনেকটাই স্কাইড্রাইভ বা প্রথমবার আকাশ থেকে শূন্যে লাফ দেওয়ার মতো ঘটনা। প্রথমবারের ঘটনাটি যেভাবে মনে গেঁথে যায়, পরে ১০ বার লাফ দিলেও আগের স্মৃতিটাই মনে রয়ে যায়। অনেকটা তেমনই প্রেমের ক্ষেত্রেও প্রথম অভিজ্ঞতা অনেক বেশিই মনে থাকে। বিশেষজ্ঞদের মতে, অধিকাংশ মানুষের ১৫ থেকে ২৬ বছর বয়সের মধ্যে মস্তিষ্কে আকস্মিক স্মৃতির একটি বিষয় থাকে। আকস্মিক স্মৃতির বিষয়টি যাদের থাকে, তারা অধিক স্মৃতিকাতর বা স্মৃতি রোমন্থন করেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও