নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি : বেড়েছে শিশুর খাদ্য ও ডায়াপারের দাম

কালের কণ্ঠ প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ০৯:০৬

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির দৌড়ে পিছিয়ে নেই শিশুর খাদ্য ও অন্যান্য সামগ্রী। এর মধ্যে নবজাতক ও শিশুদের মায়ের দুধের বিকল্প বা ব্রেস্ট মিল্ক সাবস্টিটিউট (বিএমএস) এবং শিশুর ব্যবহার্য ডায়াপারের দাম বেশ বেড়েছে। এ দুটি প্রধান শিশু খাদ্য ও পণ্য কিনতে হিমশিম খেয়ে যাচ্ছেন অভিভাবকরা। স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য বলছেন, উল্লিখিত পণ্য দুটির দাম বাড়ায় একদিক দিয়ে ভালো হয়েছে।


দুটি পণ্যই শিশুস্বাস্থ্যের অনুকূল নয়। এসব জিনিস পরিহার করে স্বাস্থ্যসম্মত বিকল্প পথ বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা। এতে ইতিবাচক ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকার শান্তিনগরের বাসিন্দা কর্মজীবী নারী অনিন্দ্যা সাহার ভাষ্য, গত মাসে নেসলে দুবাইয়ের তৈরি ৮০০ গ্রাম নান-১ গুঁড়া দুধ দুই হাজার ৭০০ টাকায় কিনেছেন। বর্তমানে তা বাজারে বিক্রি হচ্ছে দুই হাজার ৯৫০ থেকে তিন হাজার টাকায়। অনিন্দ্যা বলেন, বারবার কাঁথা বা ন্যাপকিন বদলানোর ঝামেলা এড়াতে শিশুর জন্য ডায়াপার লাগেই। এ জন্য এই দরকারি জিনিসটি তিনি নিয়মিত কিনে থাকেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও