কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দূষণ কমাতে প্রপস পুনর্ব্যবহার করছে হলিউড

বণিক বার্তা প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ০৯:০১

লস অ্যাঞ্জেলেসে একটি ওয়্যারহাউজ দেখা যায়, যেখানে নানা ধরনের পরিত্যক্ত বস্তু রয়েছে। এখানে আছে প্রচুর ফুলদানি, সোফা, নানা ধরনের আর্টওয়ার্ক, কৃত্রিম গাছপালা, প্লাস্টিক বিন ইত্যাদি। এগুলো বিক্রির জন্য নয়। নানা সিনেমার সেট থেকে এসেছে এসব। ফেলে দেয়া এ বস্তুগুলো বিভিন্ন নন-প্রফিট প্রতিষ্ঠান যেমন স্কুল ও অন্যান্য জায়গায় ব্যবহারের জন্য বিনামূল্যে দেয়া হয়। ইকো সেট নামে একটি প্রতিষ্ঠান কাজটি করে। এরা বিভিন্ন প্রডাকশন হাউজে জিরো ওয়েস্ট স্ট্যান্ডার্ডে নানা ধরনের প্রপসও দিয়ে থাকে। এখানে একটি বিষয় খুবই আশ্চর্যজনক। কোনো কাজে লাগবে না মনে করা বস্তুগুলোও কেউ না কেউ নিয়ে যায় এবং প্রতিটি বস্তুই একটা নতুন জীবন লাভ করে।


এ ওয়্যারহাউজে অনেক সময় সিনেমা বা টিভির প্রডাকশন হাউজের কর্মীরা আসেন ধারণা নিতে কীভাবে প্রপস বানানো যায়। ডিসপোজ করার খরচটা এখানে বেঁচে যায় কারণ সেটা এখান থেকেই করা হয়। একটি প্রডাকশন হাউজ এভাবে কাজের মাধ্যমে পরিবেশবান্ধব হয়ে উঠতে পারে। সিনেমায় অনেক ধরনের প্রপস ব্যবহার করা হয়, যা দ্বিতীয়বার ব্যবহার করা সম্ভব। যেমন জুরাসিক ওয়ার্ল্ড ডমিনিয়নে বড় আকারের ডাইনোসরসহ অন্যান্য প্রপস রয়েছে, যা দ্বিতীয়বার ব্যবহার সাশ্রয়ী ও পরিবেশবান্ধব। এ সিনেমার ডাইনোসরটি সিলিকন ও ফাইবার গ্লাস দিয়ে তৈরি। গ্রিন ক্লোভার নামে যে কোম্পানিটি এ ডাইনোসর তৈরি করেছে, তারা এরই মধ্যে ডাইনোসরটি গলিয়ে ফেলেছে, যেন তা পরবর্তী সময়ে ব্যবহার করা যায়। এমনকি স্টান্টে ব্যবহূত তারগুলোও গলিয়ে নতুন করে ব্যবহার করা হচ্ছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও