কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

দুগিনের গাড়িতে বোমা হামলা: যে প্রশ্ন এড়িয়ে যাচ্ছে মিডিয়া

প্রথম আলো ডেভিড পি গোল্ডম্যান প্রকাশিত: ২৪ আগস্ট ২০২২, ০৮:১৭

২০ আগস্ট গাড়িবোমা হামলায় নিহত হয়েছেন দারিয়া দুগিনা। ‘ইউরেশিয়া’ (রাশিয়া, ইউরোপ ও এশিয়ার) মতাদর্শের তাত্ত্বিক গুরু আলেকসান্দর দুগিনের মেয়ে তিনি। ভ্লাদিমির পুতিনের ‘আধ্যাত্মিক পথপ্রদর্শক’ ও ‘মস্তিষ্ক’ হিসেবে পরিচিত দুগিনের কন্যার ওপর এ হামলাকে পশ্চিমা গণমাধ্যম পুতিনের জমানার বিরুদ্ধে বড় একটা আঘাত বলে চিত্রায়িত করছে। পশ্চিমা গণমাধ্যমের এ অবস্থান রাশিয়ার প্রেসিডেন্ট সম্পর্কে পশ্চিমা নেতাদের বহুল নিন্দিত অবস্থানের প্রতিফলন। পশ্চিমা নেতারা অনেক দিন ধরেই বলে আসছেন, ইউক্রেন যুদ্ধের কারণে পুতিনের পতন হবে। কেননা রাশিয়ায় পুতিনের শাসনের বিরোধিতা বাড়ছে।


দারিয়া দুগিনা খুনের ঘটনায় ইংরেজি গণমাধ্যমের এ বানোয়াট অবস্থান মোটেই তথ্যনিষ্ঠ নয় কিংবা অনুমানভিত্তিক সাংবাদিকতার সর্বোত্তম দৃষ্টান্ত। যদিও এখন পর্যন্ত পাওয়া ভাসা ভাসা তথ্যের ওপর ভিত্তি করে এ খুনের কারণ সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা পাওয়া সম্ভব নয়। কিন্তু এটা অনুমান করা যাচ্ছে যে দুগিনার খুনের পেছনে অবশ্যই ভিন্ন উদ্দেশ্য রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও