জাপানের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। স্থানীয় সময় রবিবার তার দপ্তর থেকে বিষয়টি জানানো হয়েছে।
জাপানের মন্ত্রিসভার একজন মুখপাত্রের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, এর আগের দিন শনিবার দেশটির প্রধানমন্ত্রীর সর্দি ও জ্বর দেখা দেয়। রবিবার সকালে পিসিআর পরীক্ষায় তার করোনা ধরা পড়ে।
করোনায় আক্রান্ত হওয়ায় কিশিদাকে পূর্ব নির্ধারিত তিউনিসিয়া সফর বাতিল করতে হয়েছে। সম্প্রতি সপ্তাহখানেক ছুটিতে ছিলেন ফুমিও কিশিদা। বর্তমানে সরকারি বাসভবনে থেকে চিকিৎসা নিচ্ছেন। আজ সোমবার থেকে তিনি বাসা থেকে কাজ করবেন।
জানা গেছে, তিনি ভার্চুয়ালি অংশ নেবেন টোকিও ইন্টারন্যাশনাল কনফারেন্স অন আফ্রিকান ডেভেলপমেন্ট (টিআইসিএডি)-এর সম্মেলনে।
দেশটিতে সম্প্রতি নতুন করে করোনার প্রাদুর্ভাব দেখা গেছে। করোনা মহামারিতে দেশটির ব্যবসায়িক কর্মকাণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে জাপানে করোনায় মৃত্যুর হার অপেক্ষাকৃত কম।