You have reached your daily news limit

Please log in to continue


একদিনে তিন ছবির প্রমোশনে নামছেন রাজ

কোরবানির ঈদে পর্দায় এসেছে ‘পরাণ’। এর ২০ দিন পর মুক্তি পায় ‘হাওয়া’ চলচ্চিত্র। দুটি ছবিই বেশ সাড়া ফেলেছে। অক্টোবরে মুক্তি পাচ্ছে আরেক আলোচিত ছবি ‌‘দামাল’। 

কাকতালীয়ভাবে তিনটিতেই অভিনয় করেছেন চিত্রনায়ক শরিফুল রাজ। যিনি এরমধ্যে হয়েছেন পুত্রসন্তানের বাবাও। সবমিলিয়ে রাজের বৃহস্পতি এখন তুঙ্গে। স্ত্রী পরীমণি ও পুত্র রাজ্য’র প্রাথমিক টেককেয়ার পর্ব পেরিয়ে এই নায়ক ফের নামছেন সিনেমার প্রচারণায়। 


সেই ধারাবাহিকতায় মুক্তি পাওয়া সিনেমা দুটির প্রচারণায় সিলেট যাচ্ছেন এই নতুন তারকা। এ শহর ঘিরে আরও একটি পরিচয় আছে তার কাছে। এটি তার নিজের শহর! বেড়ে উঠেছেন এখানকার আলো-বাতাসেই। 


আর নায়ক হওয়ার পর এভাবেই প্রথম নিজ শহরে ছবির প্রচারণায় যাচ্ছেন তিনি। একইদিনে অংশ নেবেন দুটি ছবির প্রদর্শনীতে। 

শহরের প্রথম মাল্টিপ্লেক্স গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট সিনেপ্লেক্সে আগামীকাল (২২ আগস্ট) হবে ছবি দুটির প্রদর্শনী। গত ২৯ জুলাই ‘হাওয়া’ চলচ্চিত্রের মাধ্যমে প্রেক্ষাগৃহটির উদ্বোধন হয়েছে। এরপর থেকে তারা ‘পরাণ’ ছবিটিও চালিয়ে আসছে।


রাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘‘একসঙ্গে দুটি ছবি আমার শহরে দেখানো হচ্ছে। আর দুটি ছবির জন্য আমি সেখানে যাচ্ছি- এটা আমার জন্য বিশেষ। সারাটা দিন সেখানেই কাটাবো। দুপুর ৩টায় দর্শকদের সঙ্গে ‘পরাণ’ দেখবো আর সন্ধ্যা ৬টায় ‘হাওয়া’।’’

ধারণা করা হচ্ছে, এই দুটি ছবি তো চলছেই; নিজ শহরে গিয়ে রাজ দর্শকদের আহ্বান জানাবেন ‘দামাল’ ছবিটিও দেখার জন্য। জানা যায়, আগামীকালের শোতে অংশ নেবেন ‘পরাণ’র পরিচালক রায়হান রাফীও। ছবিটির প্রধান তিন চরিত্রে অভিনয় করেছেন শরিফুর রাজ, বিদ্যা সিনহা মিম ও ইয়াশ রোশান।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন