বেকিং সোডা দিয়ে আরও যা করতে পারেন
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২১ আগস্ট ২০২২, ১৮:২২
রান্নায় ব্যবহারের পাশাপাশি আরও নানা ধরনের কাজে ব্যবহার করা যায় বেকিং সোডা। জেনে নিন বেকিং সোডার ব্যতিক্রমী বিভিন্ন ব্যবহার সম্পর্কে।
সারাদিন হাঁটাহাঁটির পর ক্লান্ত পা দুটোকে বিশ্রাম দিতে কুসুম গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে কিছুক্ষণ পা ভিজিয়ে রাখুন।
১ গ্লাস পানিতে ১ চা চামচ বেকিং সোডা মিশিয়ে কুলকুচি করলে মুখের দুর্গন্ধ দূর হয়।
আধা কাপ ভিনেগারের সঙ্গে ২ চা চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। এই মিশ্রণটি কালচে হয়ে যাওয়া রুপার গয়নায় লাগিয়ে রাখুন। ৫ মিনিট পর পরিষ্কার করে নিন। ঝকঝকে হবে গয়না।
লবণ ও বেকিং সোডার মিশ্রণ পিঁপড়ার আনাগোনা বেশি এমন স্থানে ছিটিয়ে দিন। পিঁপড়ার উপদ্রব দূর হবে।
একটি ছোট বাটিতে বেকিং সোডা নিয়ে ফ্রিজের কোণে রেখে দিন। ফ্রিজের দুর্গন্ধ দূর হবে।
জুতার ভেতরে বেকিং সোডা ছিটিয়ে দিলে জুতার দুর্গন্ধ দূর হবে।
- ট্যাগ:
- লাইফ
- বেকিং সোডা
- বেকিং সোডার ব্যবহার