প্রতারণার টাকায় বাড়ি জমি, বিকাশ-নগদে কোটি টাকা
‘আপা ভালো আছেন। আপনার ছেলে এখন কোথায় আছে?’ রাজধানীর কদমতলী এলাকার চিকিৎসক দিলরুবা আক্তারের মুঠোফোনে সম্প্রতি গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ফোন করে এসব তথ্য জানতে চাওয়া হয়। একপর্যায়ে বলা হয়, ‘আপনি ছেলের কোনো খোঁজ রাখেন না। তাকে আমরা মাদকসহ ধরেছি। এক লাখ টাকা দিলে ছেড়ে দেব। নইলে মাদক মামলা দিয়ে আদালতে পাঠাব।’
দিলরুবা বলেন, ‘আমি ছেলের সঙ্গে কথা বলতে চাইলে আমাকে কান্নাজড়িত কণ্ঠে আম্মু আম্মু ডাক শোনানো হয়। ছেলের চিন্তায় ওই ব্যক্তির দেওয়া দুটি মোবাইল ব্যাংকিং নম্বরে ৫০ হাজার করে ১ লাখ টাকা পাঠাই। পরে বাসায় ফিরে ছেলেকে দেখে বুঝতে পারি, আমি প্রতারিত হয়েছি।’ তিনি বলেন, ফোন করে ওই ব্যক্তি তাঁকে এতটাই ব্যস্ত রাখেন যে ছেলের সঙ্গে ফোন করে কথা বলার বিষয়টি তাঁর মাথায় আসেনি।