You have reached your daily news limit

Please log in to continue


পছন্দের পাত্রীকে না পাওয়া ও স্বামীর সঙ্গে অভিমান, পৃথক দুই আত্মহনন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে রাবেয়া বেগম (৫০) নামের এক গৃহিনী ও চন্দন বাড়ৈ (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল  বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার উলাহাটি ও লখন্ডা গ্রামে পৃথক দুই আত্মহত্যার ঘটনা ঘটে। রাবেয়া বেগম উলাহাটি গ্রামের আবুল হোসেনের স্ত্রী। অপরদিকে চন্দন বাড়ৈ লখন্ডা গ্রামের পরিমল বাড়ৈর ছেলে। 

  জানা গেছে, রাবেয়া বেগম দীর্ঘদিন ধরে নানা রোগে ভুগছিলেন। অসুস্থতার কারণে ডাক্তার দেখানো নিয়ে তার স্বামীর সাথে কথাকাটি হয়। এ ঘটনায় তিনি তার স্বামীর ওপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।   অপরদিকে, নিজের পছন্দের পাত্রীর সঙ্গে বিয়ে না দেওয়ায় মা-বাবার ওপর অভিমান করে চন্দন বাড়ৈ বিষপানে আত্মহত্যা করেন।   কোটালীপাড়া থানার ওসি মো. জিল্লুর রহমান বলেন, এ দুটি ঘটনায় পৃথক দুটি ইউডি মামলা দায়ের হয়েছে। লাশ দুটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন