ফ্লোর প্রাইসেই ৬৯ শেয়ার
সব শেয়ারে ন্যূনতম বাজারদর বা ফ্লোর প্রাইস নির্ধারণ করে দেওয়ার তিন সপ্তাহ পর ৬৯ কোম্পানির শেয়ার এখনও ওই দরে পড়ে আছে। এর মধ্যে রবি, ফরচুন সুজসহ অন্তত ১৮ শেয়ার ফ্লোর প্রাইস ছেড়ে ওপরে উঠতেই পারছে না। বিপরীতে ১০ থেকে ৫৬ শতাংশ পর্যন্ত দর বেড়েছে ৫৩ শেয়ারের। ৫ শতাংশ পর্যন্ত বেড়েছে ১৮৭ শেয়ার। সর্বশেষ কার্যদিবসে লেনদেন শেষে সব শেয়ারের ফ্লোর প্রাইস ও সর্বশেষ লেনদেন মূল্য পর্যালোচনায় এ তথ্য মিলেছে।
পর্যালোচনায় দেখা গেছে, ব্যাংক খাতে এনবিএল, ব্যাংক এশিয়া এবং ইসলামী ব্যাংক ও টেলিকম খাতের রবি কোনোভাবেই ফ্লোর প্রাইস ছেড়ে উঠতে পারছে না। তালিকাভুক্ত সিমেন্ট খাতের ক্রাউন সিমেন্ট এবং বীমা খাতের ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সও এ তালিকায়। এদিকে, নিয়মিত বাজারে ফ্লোর প্রাইসেই কেনাবেচা হলেও সাম্প্রতিক সময়ে ফরচুন সুজের শেয়ার ব্লক মার্কেটে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ দরে কেনাবেচা হতে দেখা গেছে। তা ছাড়া প্রতিদিনই বিপুল পরিমাণ শেয়ার কেনাবেচা হচ্ছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- শেয়ারবাজার
- শেয়ার দর