কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘শনিবার বিকেল’ দেখতে চাই

বাংলা ট্রিবিউন সৈয়দ ইশতিয়াক রেজা প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ১৪:৩১

আমাদের চলচ্চিত্র সেন্সর বোর্ডের আসলে কাজটা কী? কিংবা যারা এই বোর্ডে আছেন তাদের চলচ্চিত্র সম্পর্কে জ্ঞান কতটুকু? এসব প্রশ্ন ওঠে যখন কোনও একটা ভালো ছবি আটকে যায়। সেন্সর বোর্ড মারদাঙ্গা ছবি, নকল ছবি, বস্তাপচা কাহিনি ও নিম্নমানের নির্মিত ছবি আটকায় না, আটকে দেয় সামাজিক সচেতনতামূলক ছবি, ইতিহাস নির্ভর ছবি, রাজনৈতিক বিষয় নিয়ে নির্মিত ছবি অথবা এমন ছবি যেটি কিনা বিশ্ব দরবারে প্রশংসা কুড়িয়ে আনে।


তাহলে কী বলা যায়, আমাদের সেন্সর বোর্ডের কাজ হলো ভালো ছবি দমন করা? ঠিক এতটা রূঢ় হতে চাই না। তবে বলা চলে ছবি আটকে দেওয়ার একটা সংস্কৃতি বোর্ডের আছে। কোনও কোনও ক্ষেত্রে সনদ পাওয়ার পরও ছবি আটকে যায়, হলে ওঠে না। যেমনটা ঘটেছে দেশের নন্দিত চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সিনেমা ‘শনিবার বিকেল’ নিয়ে। আটকে আছে সেই ২০১৯ সাল থেকে। সেন্সর বোর্ডের সনদ পাওয়ার সব আনুষ্ঠানিকতা শেষ হলেও এখন পর্যন্ত আলোর মুখ দেখলো না ছবিটি। যারা বোর্ডের সদস্য ছিলেন তারা এখনও বলছেন, সিনেমা হিসেবে ছবিটি নিয়ে তাদের কোনও আপত্তি ছিল না। কিন্তু ‘অজানা’ কারণে সেটি আটকে আছে অন্ধকারে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও