কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

অনেক মামলা ঝুলে আছে নিম্ন আদালতে

বাংলা ট্রিবিউন হাইকোর্ট প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ০৮:২০

দেশের ৬৩টি জেলায় একযোগে বোমা হামলা চালিয়েছিল জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) নামের একটি জঙ্গি গোষ্ঠী। ২০০৫ সালের ১৭ আগস্টের ওই হামলার ঘটনায় নিহত হয়েছিলেন দুই জন। আহত হয়েছিলেন অনেকে। এ সিরিজ বোমা হামলার ঘটনায় সারাদেশে মামলা হয় ১৫৯টি। এসব মামলার কোনোটির বিচার শেষ হয়েছে। তবে সাক্ষীর অনুপস্থিতিতে অনেক মামলার বিচার এখনও নিম্ন আদালতে ঝুলে আছে। এর মধ্যে কয়েকটি মামলায় হাইকোর্টে আসা আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের বিষয়ে চলছে পেপারবুক তৈরির কাজ। 


২০০৫ সালের ১৭ আগস্ট দেশের মোট ৪৫০টি স্থানে পাঁচ শতাধিক বোমার বিস্ফোরণ ঘটায় জেএমবি’র সদস্যরা। সুপ্রিম কোর্ট, জেলা আদালত, বিমানবন্দর, বাংলাদেশে থাকা মার্কিন দূতাবাস, জেলা প্রশাসক, জেলা পুলিশ সুপারের কার্যালয়, প্রেসক্লাব ও সরকারি-আধা সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে ওই বোমা হামলা চালানো হয়।


ওই ঘটনার পর দায়ের করা ১৫৯টি মামলার মধ্যে নিম্ন আদালতে বিচারকাজ শেষ হয়েছে ৯৭টির। বিচারাধীন ৪৬টি মামলা। মামলার এজাহারে নাম উল্লেখ করে আসামি করা হয়েছিল ২৪২ জনকে। অভিযোগপত্রের আসামি ১ হাজার ১২১ জন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও