![](https://media.priyo.com/img/500x/https://assets.telegraphindia.com/abp/2022/Aug/1660655697_new-project-2022-08-16t184103-363.jpg)
মাখন খেলেও ঝরবে ওজন! তবে জানতে হবে ঠিক কায়দা
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১৭ আগস্ট ২০২২, ০৮:১৮
ওজন কমাতে চান? কিন্তু বেশি পরিশ্রম করতে পারবেন না? আর বেশি সময়ও দিতে পারবেন না? তা হলে সহজ সমাধান হতে পারে পিনাট বাটার।
ভাবছেন মাখন খেয়ে কী করে কমতে পারে ওজন? শুনতে অবাক লাগলেও কথাটি সত্যি। রোজ পিনাট বাটার খেলেই কমতে পারে ওজন। কী করে তা সম্ভব? পুষ্টিবিদদের মতে, পিনাট বাটারে রয়েছে ট্রিপটোফান নামের উপাদান, যা ক্যালোরি ঝরাতে সাহায্য করে।