You have reached your daily news limit

Please log in to continue


'মৃত্যুর একমাস আগে খেলাধুলা করার অনুমতি দিয়ে যান বাবা'

সদ্য সমাপ্ত কমনওয়েলথ গেমসে ভারতের প্রথম হাই জাম্পার হিসাবে পদক জিতেছেন তেজস্বীন শঙ্কর। তার সফল অ্যাথল্যাট হয়ে ওঠার পথ সহজ ছিল না। বরং বাবার রক্তচক্ষুর আড়ালেই দিনের পর দিন তাকে অনুশীলন করতে হয়েছে। সময়ের পরিক্রমায় সেই বাবার শেষ নির্দেশ মেনেই প্রতি দিন আরও বেশি উচ্চতায় লাফ দেওয়ার চেষ্টা করেন।

স্কুল জীবনেই তেজস্বীনের অ্যাথলেটিক্সে হাতেখড়ি। তার বাবা হরিশঙ্কর ছিলেন আইনজীবী। খেলাধুলা নিয়ে তার আগ্রহ ছিল না। তিনি চাইতেন, ছেলে পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হোক। বিশেষ করে অ্যাথলেটিক্স ছিল তার ঘোর অপছন্দ। হরিশঙ্করের ধারণা ছিল, অ্যাথলেটিক্সে সবাই বয়স লুকিয়ে খেলে। সবাই নিষিদ্ধ ওষুধ ব্যবহার করে। এসব তার পছন্দ ছিল না। তাই ছেলের অ্যাথল্যাট হওয়ার ইচ্ছায় সম্মতি দেননি। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন