![](https://media.priyo.com/img/500x/https://static.langimg.com/thumb/msid-93592858,imgsize-95532,width-700,height-525,resizemode-75/ei-samay.jpg)
কতদিন পর পর ধোয়া উচিত জিন্স?
eisamay.com
প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২, ১৯:৩০
বর্তমান প্রজন্মে, জিন্স(Jeans) পরতে ভালোবাসেন না, এমন কাউকে হয়তো খুঁজে পাওয়াই যাবে না! পুরুষ বা মহিলা, আট থেকে আটত্রিশ! প্রায় অনেকেই জিন্সে ভীষণ ভাবেই কম্ফোর্টেল। এবার যাঁরা জিন্স পরতে একদমই পছন্দ করেন না তাঁদের ব্যাপার আলাদা। তবে যাঁরা নিজের সাধের জিন্স ভালো রাখতে চান, তাঁদের কিন্তু জিন্স যত্ন নেওয়ার সঠিক উপায়ও জানতে হবে।
এখন নীল-কালো রং পেরিয়ে আরও নানা প্যাস্টেল শেড বা উজ্জ্বল রঙেও পাওয়া যায় জিন্সের প্যান্ট। যাই হোক, জিন্সের আজ যতই বয়স হোক, ক্যাজুয়াল ওয়্যার হিসেবে শতক ধরে বাজার কাঁপাচ্ছে। কখনও নন-স্কিনি বা কখনও স্কিনি হিসেবেই সবার মধ্য়েই জনপ্রিয়।