কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বিএনপির মিছিল-মিটিংয়ে বাধা নেই, সরকারের কৌশলটা কী?

প্রথম আলো সারফুদ্দিন আহমেদ প্রকাশিত: ১৬ আগস্ট ২০২২, ১৬:৫৬

উন্নয়ন আর দুর্নীতি যদি মাসতুতো ভাই হয়, তাহলে অর্থনীতি আর রাজনীতি জোড়ের ভাইয়ের চাইতে কম না। দর-দামের থার্মোমিটারে নিত্যপণ্যের গায়ে ‘জ্বর’ ধরা পড়লে রাজনীতির গতরও যে আপনাআপনি গরম হয় তা বেশ বোঝা যাচ্ছে।
জ্বালানির দাম গগনবিহারী হওয়ার পার্শ্বপ্রতিক্রিয়ায় নিত্যপণ্যের গায়ে আগুন ধরেছে। সেই আগুনে রাজনীতির গায়ে জ্বলুনি শুরু হয়েছে। বড়, মেজ, সেজ, ছোট, ক্ষুদ্র, ক্ষুদ্রাতিক্ষুদ্র দলের রাজনীতিকেরা জনগণের ‘জন্ম থেকে জ্বলছি’ দশা নিয়ে বেশ সরব হয়েছেন। রাজপথে মিছিল-টিছিলও দেখা যাচ্ছে। গণ অধিকার পরিষদ এবং বাম সংগঠনগুলো জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে জোরে শোরে মাঠে নেমেছে। অল্প কিছুদিন আগেও যেসব সরকারবিরোধী স্লোগান উচ্চারণকে সাধারণ মানুষ প্রবল ধৃষ্টতা হিসেবে দেখেছে, অবলীলাক্রমে সেসব স্লোগান তাঁরা দিচ্ছেন। এর মধ্যে বড় চমক দেখিয়েছে বিএনপি।


দীর্ঘদিন রাজপথে ধারাবাহিক অনুপস্থিতির পর তারা বৃহস্পতিবার নয়াপল্টনে যে সমাবেশ করেছে উপস্থিতির সংখ্যা বিবেচনায় তাকে ‘বিশাল’ অভিধা না দিয়ে উপায় নেই। কিন্তু এর মধ্যে বিএনপির চেয়ে বড় চমক দেখিয়েছে এবং দেখাচ্ছে আওয়ামী লীগ। তারা এসব প্রতিবাদ মিছিল ও সমাবেশ ঠেকানোর কোনো চেষ্টাই করেনি। এমনকি পুলিশও বিরোধীদের কোনো বাধা দেয়নি। আওয়ামী লীগের গত কয়েক বছরের রাজনৈতিক গতিপ্রকৃতি ও মাঠ পর্যায়ের আচরণ বিবেচনায় এটি অতি অস্বাভাবিক।


আওয়ামী লীগের এই রহস্যময় নীরবতাই ধারণা করি অনেকের কাছে, এমনকি বিরোধী নেতা-কর্মীদের কাছে সবচেয়ে বড় চমক। আওয়ামী লীগের এই নীরবতা বিএনপিকে কিছুটা হলেও ধন্দে ফেলেছে। ‘নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার’—এমন উচ্চমার্গীয় দার্শনিক জায়গা থেকে আওয়ামী লীগ, বিশেষ করে ছাত্রলীগ বিরোধীদের প্রতিহত করতে নামছে না, এমনটা ভাবার সুযোগ কম।


জিনিসপত্রের দাম লাগাম ছাড়া হয়ে গেছে, মানুষের কষ্ট বহুগুণ বেড়েছে—এই বিষয়টি এখন বড় ইস্যু। এই ইস্যুতে যারাই কথা বলবে তাদের প্রতি ভুক্তভোগীদের সমর্থন ও সহমর্মিতা থাকবে, সেটাই স্বাভাবিক। ফলে সুযোগটিকে বিরোধীরা কাজে লাগানোর চেষ্টা করতে চাইবেই। আন্দাজ করি, বিরোধীদের এই দ্রব্যমূল্যের ঊর্ধগতিজনিত জনদুর্ভোগ ইস্যুতে মিছিল সমাবেশের অবারিত সুযোগ দিলে তা সেই মিছিলের ব্যাপ্তি সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার ঝুঁকি থাকে। এই বিষয়টি সরকার জানে। কিন্তু তারপরও ক্ষমতাসীন দলের নীরবতা থাকাটা বিরোধীদের ধন্দে ফেলারই কথা।


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন সামনে রেখে সরকারকে বিদেশিরা চাপে রেখেছে। তাই বেশ কিছুদিন ধরে বিএনপির বিক্ষোভ সমাবেশে সরকার কোনো ঝামেলা করছে না। তিনি বলেছেন, ‘এখন তারা (সরকার) দেখাচ্ছে যে বিরোধী দলকে সভা সমাবেশ করতে দিচ্ছি।...তারা দেখাচ্ছে, আমরা তো গণতান্ত্রিক দল, আমরা কোনো ঝামেলা করি না।’
এ বিষয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, ‘বিএনপির সমাবেশে আমরা কখনো বাধা দিইনি, দেব না। কিন্তু যদি পেট্রল বোমা বাহিনীদের দেখি তখন কিন্তু আমরা বসে থাকব না, প্রতিরোধ গড়ে তুলব।’ তবে তিনি একটি সম্পূরক হুমকিও দিয়ে রেখেছেন। তিনি বলেছেন, ‘আমরা রাজপথে এখনো নামিনি, আগামী মাসে পরিপূর্ণভাবে নামব। রাজপথে নামলে বিএনপি পালানোর জায়গা খুঁজে পাবে না।’


আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘আমরা রাজপথের পুরাতন খেলোয়াড়। বিএনপি তো এই পথে নতুন। আসুন, রাজপথে মোকাবিলা হবে, ফয়সালা হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও