You have reached your daily news limit

Please log in to continue


অভিষেকেই গোল ও অ্যাসিস্ট ডি মারিয়ার

ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে আর্জেন্টাইন তারকা অ্যাঙ্গেল ডি মারিয়া এই মৌসুমেই যোগ ইতালির ক্লাব জুভেন্টাসে। সোমবার রাতে ঘরের মাঠ আলিয়াঞ্জ স্টেডিয়ামে সিরি আ’তে অভিষেক হয় ডি মারিয়ার। গোল ও অ্যাসিস্ট করে অভিষেকটা রাঙিয়েছেন তিনি।

ম্যাচের ২৭তম মিনিটে আলেক্স সান্দ্রোর পাসে গোল করেন জুভদের এগিয়ে দেন ডি মারিয়া। ৪৩তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন সার্বিয়ান স্ট্রাইকার দুসান ভ্লাহোভিচ। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস।

বিরতির পর ফের দৃশ্যপটে ডি মারিয়া। তাঁর নিখুত পাস থেকে দলের তৃতীয় ও ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন ভ্লাহোভিচ। ম্যাচের ৬৬তম মিনিটে বদলি হওয়ার সময় খোঁড়াতে দেখা যায় ডি মারিয়াকে। পায়ের পেশিতে চোট লেগেছে তার।

ডি মারিয়ার গুরুতর কিছু হওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন কোচ মাসিমিলিয়ানো আলেগ্রি, ‘আমি চিন্তিত নই। কী ঘটে তা আমরা আগামীকাল (মঙ্গলবার) দেখব। দুর্ভাগ্যক্রমে, ফুটবলে এসব হয়। এক সপ্তাহ আগে তার পায়ের পেশিতে সমস্যা দেখা দিয়েছিল। যখন আমরা ৩-০ গোলে এগিয়ে গেলাম, তখন আমার হয়তো তাকে মাঠ থেকে উঠিয়ে নেওয়া উচিত ছিল। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন