শুকিয়ে যাচ্ছে চীনের দীর্ঘতম নদী ইয়াংজি, কৃষিতে বিপর্যয়ের আশঙ্কা

www.ajkerpatrika.com চীন প্রকাশিত: ১৫ আগস্ট ২০২২, ১৯:০৮

তীব্র দাবদাহের কারণে শুকিয়ে যেতে বসেছে চীনের দীর্ঘতম নদী ইয়াংজি। ফলে নদীটির অববাহিকায় খরা পরিস্থিতি তৈরি হয়েছে এবং কৃষি খাতে বিপর্যয়েরে আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি মোকাবিলায় এরই মধ্যে বিপুলসংখ্যক পানির পাম্প বসানো হয়েছে। কৃত্রিমভাবে বৃষ্টিপাতের ব্যবস্থা করতে ব্যবহার করা হচ্ছে ক্লাউড সিডিং রকেট।



বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ওই অঞ্চলে চলমান দাবদাহ আরও দুই সপ্তাহেরও বেশি সময় থাকতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। ইয়াংজির মধ্য এবং নিম্ন অববাহিকায় তাপমাত্রা এরই মধ্যে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে। বিগত এক মাসেরও বেশি সময় ধরে এই তাপমাত্রা বিরাজ করছে।



বিশেষজ্ঞরা বলছেন, এই পরিস্থিতির মূল কারণ হলো জলবায়ু পরিবর্তন। চলমান এই দাবদাহ এবং নদীর পানি কমে যাওয়ায় চীনের আসন্ন হেমন্তকালীন কৃষি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হতে পারে। সাংহাই সরকারের কৃষি মন্ত্রণালয় এরই মধ্যে ইয়াংজি অববাহিকায় ২৫টি বিশেষজ্ঞ টিম মোতায়েন করেছে শস্য রক্ষা করতে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও