![](https://media.priyo.com/img/500x/https://www.channelionline.com/wp-content/uploads/2022/08/298913928_661485691652617_221828443044241144_n-750x430.jpg)
রাজধানীতে বিআরটি প্রকল্পের গার্ডার ধসে নিহত ৩
রাজধানীর উত্তরার জসিমউদ্দীন এলাকায় আড়ংয়ের সামনে বিআরটি প্রকল্পের গার্ডার ধসে প্রাইভেট কারের উপর পড়ে ৩ জন মারা গেছেন।
এতে আহত আরও দু’জনের অবস্থা গুরুতর। চিকিৎসার জন্য তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনায় উত্তরা-এয়ারপোর্ট রোড থেকে শুরু করে মহাখালী পর্যন্ত যান চলাচলে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।