আমি কার সঙ্গে প্রেম করব, তা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার

প্রথম আলো প্রকাশিত: ১৪ আগস্ট ২০২২, ১৩:৫৬

তিন সপ্তাহ আগে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মেজবাউর রহমান সুমন পরিচালিত চলচ্চিত্র ‘হাওয়া’। মুক্তির পর থেকেই ছবিটি নিয়ে দর্শকের রয়েছে বাড়তি আগ্রহ। ছবির নারী চরিত্র গুলতির ভূমিকায় অভিনয় করে প্রশংসিত নাজিফা তুষি। ছবি ও অন্যান্য বিষয়ে কথা বলেছেন তিনি।


নাজিফা তুষি : চারপাশের সবাই ছবিটি দেখছেন। সিনেমা হলে টিকিট নিয়ে কাড়াকাড়ি। দর্শকের চাপে কোথাও কোথাও শোর সংখ্যা বাড়াতে হচ্ছে। সিনেমা হলে গিয়ে জানতে পারছি, দর্শকেরা ‘হাওয়া’ দেখে বেরিয়ে ‘পরাণ’ দেখছেন, আবার অনেকে ‘পরাণ’ দেখে ‘হাওয়া’ দেখছেন। দুটি সিনেমাই দর্শকেরা দেখছেন। বাংলা সিনেমা দেখার আগ্রহ দেখে মনে হচ্ছে, এক নতুন দিনের সূচনা হয়েছে। যেখানে যাচ্ছি, সবাই ‘হাওয়া’র নায়িকা হিসেবে সম্বোধন করছেন।


এতটা আশা করিনি। ভেবেছিলাম, হয়তো একশ্রেণির মানুষ, বিশেষ করে মিডিয়ার মানুষ, যাঁরা শিল্প চর্চা করেন, ইউনিভার্সিটির শিক্ষার্থীরা ছবিটি দেখবেন। কিন্তু যেভাবে দেশে-বিদেশে ছবিটির দর্শক–চাহিদা তৈরি হয়েছে, তা অবিশ্বাস্য। বাংলা সিনেমায় এমন চিত্র আমার এ জীবনে দেখিনি। আমার কাজের মধ্য দিয়ে হচ্ছে, এটা তো আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে।


অনেক ভালো লাগছে। আনন্দ নিয়ে দর্শকের সিনেমা দেখার এই উৎসব উপভোগ করছি। সিনেমার এই সুন্দর সময়ই দেখতে চেয়েছিলাম। আমার কাজ যেন এখন সবার কাজ হয়ে গেছে। ইন্ডাস্ট্রির সবাই সিনেমাটি নিয়ে গর্ব করছেন। সিনেমাটির একজন শিল্পী হিসেবে এটা আমার জন্য আনন্দের, গর্বের।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও