কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

পাকিস্তানের দুর্যোগ মোকাবিলায় ১০ লাখ ডলার সহায়তা যুক্তরাষ্ট্রের

জাগো নিউজ ২৪ পাকিস্তান প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২, ১৮:৪৫

চলতি মৌসুমে পাকিস্তানে বন্যা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে। এতে এরই মধ্যে শতাধিক মানুষ নিহত হয়েছেন। বেড়েছে গৃহহীনের সংখ্যা। তাই দুর্যোগ মোকাবিলায় দেশটিকে ১০ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। শনিবার (১৩ আগস্ট) জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


পাকিস্তানে মার্কিন রাষ্ট্রদূত ডোনাল্ড ব্লোম করাচিতে সিন্ধুর মুখ্যমন্ত্রী সৈয়দ মুরাদ আলি শাহের সঙ্গে বৈঠকের সময় অনুদানের ঘোষণা দেন। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত জানিয়েছেন, মানবিক সহায়তা সিন্ধুর কৃষক সম্প্রদায়সহ পাকিস্তানের সিন্ধু-খাইবার পাখতুনখাওয়ার দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে সহায়তা করবে। তাছাড়া বন্যাসহ অন্যান্য সংকট মোকাবিলায় গিলগিট-বেলুচিস্তান প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শক্তিশালী ভূমিকা পালন করতে সক্ষম হবে। আলোচনায় সিন্ধুর মুখ্যমন্ত্রী মার্কিন রাষ্ট্রদূতকে ভারি বর্ষণে ক্ষয়ক্ষতি সম্পর্কে অবহিত করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও