শীর্ষ ইন্টারনেট সংস্থার বোর্ডে প্রথম বাংলাদেশি
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৩ আগস্ট ২০২২, ১৭:৫৮
বিশ্বজুড়ে ইন্টারনেটের শীর্ষ প্রশাসক ও সমন্ময়ক সংস্থা ‘ইন্টাননেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেইমস অ্যান্ড নাম্বার্স’ বা আইসএএনএন এর বোর্ড অফ গভর্নর্স-এর সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশি প্রযুক্তি উদ্যোক্তা সাজিদ রহমান।
বিশ্বজুড়ে ওয়েবসাইটের ডোমেইন নেইম, ইন্টারনেট প্রটোকলসহ বিভিন্ন বিষয়ে নীতিনির্ধারণী ও সমন্ময়ের কাজ করে মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক এই অলাভজনক সংস্থা।
শুক্রবার সাজিদ ফেইসবুক পোস্টে প্রথম এই অর্জনের খবর জানান।
“আইসিএএনএন বোর্ডে যোগ দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছি। আইসিএএনএন দলের অংশ হিসাবে একটি স্থিতিশীল, নিরাপদ এবং বিশ্বব্যাপী ইন্টারনেটে অবদান রাখার জন্য এটি একটি রোমাঞ্চকর সুযোগ।”