রান্নাঘরে ছিল সাপ, হাত দিতেই বিষে নীল গৃহবধূ
রাজশাহীর চারঘাটে রান্নাঘর পরিষ্কার করতে গিয়ে সাপের কামড়ে সাগরী বেগম নামে এক অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার শলুয়া ইউপির বালুদিয়ার গ্রামে এ ঘটনা ঘটে। সাগরী বেগম ওই গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। তিনি পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
মৃতের ভাতিজা সজীব ইসলাম জানান, সকাল ৯টার দিকে সাগরী বেগম রান্নাঘর পরিষ্কার করছিলেন। এ সময় বিষধর সাপ তাকে কামড় দেয়। পরে তার চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শলুয়া ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, সাগরী নামে এক গৃহবধূর নিজ বাড়িতে সাপের কামড়ে মৃত্যু হয়েছে।
- ট্যাগ:
- বাংলাদেশ
- সাপের কামড়
- সাপের কামড়ে মৃত্যু