কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

নিবাসের বাথরুমে বাকপ্রতিবন্ধী তরুণীর লাশ

ঢাকা টাইমস গাজীপুর প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১৯:২৬

গাজীপুরের মহিলা, শিশু ও কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসন কেন্দ্র থেকে মিতু (২২) নামে এক বাকপ্রতিবন্ধী তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন বাসন থানার উপপরিদর্শক মোহাম্মদ আলী। উপপরিদর্শক মোহাম্মদ আলী বলেন, মঙ্গলবার রাতে নিবাসের বাথরুমে যান মিতু।


দীর্ঘ সময় পরেও বের না হলে কেন্দ্রের অন্য নারীরা টয়লেটের দরজা খুলে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে কর্তৃপক্ষকে বিষয়টি জানান তারা। খবর পেয়ে সকাল ৮টার দিকে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। তিনি আরও বলেন, ২০১৬ সালের ২৯ অক্টোবর থেকে মিতু ওই কেন্দ্রে নিবাসী হিসেবে ছিলেন। ওই কিশোরী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে নির্যাতনের বিষয়ে এখনো কোনও আলামত পাওয়া যায়নি। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও