একদিন এগোতে পারে কাতার বিশ্বকাপ

কালের কণ্ঠ প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১৮:২৫

আগামী ২১ নভেম্বর থেকে মাঠে গড়াবে কাতার বিশ্বকাপ। ইতিমধ্যে সূচি চূড়ান্ত হলেও তাতে পরিবর্তন আসতে যাচ্ছে। একদিন এগিয়ে ২০ নভেম্বর শুরু হতে পারে বিশ্বকাপ। এমনই প্রস্তাবনা দিয়েছে ফিফা।


তবে বিষয়টি এখনো আলোচনার মধ্যেই রয়েছে। সূচি এগিয়ে আনার বিষয়টি চূড়ান্ত হয়নি। ফিফা কাউন্সিল সভায় এটা চূড়ান্ত করা হবে।   সূচি অনুযায়ী বিশ্বকাপের প্রথম দিনে মাঠে গড়ানোর কথা চারটি ম্যাচ। দিনের তৃতীয় ম্যাচ হওয়ার কথা ছিল স্বাগতিক কাতার ও ইকুয়েডরের। এই ম্যাচের আগে হওয়ার কথা উদ্বোধনী অনুষ্ঠান। এর আগেই হয়ে যাবে দুটি ম্যাচ।


এই কারণেই সূচিতে পরিবর্তন এনে ২০ নভেম্বর শুরু হতে পারে বিশ্বকাপ। সেক্ষেত্রে প্রথম দিনে হবে একটি ম্যাচ। মুখোমুখি হবে স্বাগতিক কাতার ও ইকুয়েডর। ২১ নভেম্বরের সূচিতে প্রথম ম্যাচ নেদারল্যান্ডস ও সেনেগালের। এছাড়া ইরান-ইংল্যান্ড এবং যুক্তরাষ্ট্র-ওয়েলস ম্যাচও রয়েছে। বাকি সব সূচি আগের মতই থাকবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও