কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

বঙ্গোপসাগরে আবারও ট্রলারডুবি, নিখোঁজ ৯ জেলে

কালের কণ্ঠ বঙ্গোপসাগর প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১৬:৪৯

কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ১৫ জেলেসহ আরো একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। ওই ট্রলারের ৯ জেলে নিখোঁজ রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন মহিপুর ও আলীপুর মৎস্য আড়ত মালিক সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা।  


তিনি জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে পায়রা বন্দরের শেষ বয়া থেকে ১৪ কিলোমিটার গভীরে 'এফবি নিশাত' নামের ওই ট্রলারটি ডুবে যায়।


নিখোঁজ জেলেরা হলেন- ফরহাদ, সোহেল, ইয়াসিন, ইয়াকুব, আলকাছ, আমজাদ, শরীফ উদ্দিন, শরীফ ও জাফর। তাদের সবার বাড়ি নোয়াখালীর হাতিয়া এলাকায় বলে জানা গেছে।  


ডুবে যাওয়া ট্রলার 'এফবি নিশাত'-এর মাঝি মো. শামিম জানান, মঙ্গলবার রাতে হঠাৎ ঢেউয়ের তোড়ে আমাদের ট্রলারটি উল্টে যায়। এ সময় অন্য একটি ট্রলারে আমাদের চাজনকে উদ্ধার করে। পরে আজ বুধবার দুপুরে সুন্দরবন এলাকায় আরো দুই জেলের সন্ধান পাওয়া যায়। উদ্ধারকৃত জেলেরা মহিপুর উপ স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা নিয়েছেন।


পায়রা বন্দর কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার কামাল জানান, পায়রা বন্দর ও নিজামপুর কোস্ট গার্ড ঝুঁকি নিয়ে নিখোঁজ জেলেদের উদ্ধারে অভিযান চালাচ্ছে। এর আগে সোমবার রাত ৩টায় ওই একই এলাকায় আরো দুটি ট্রলার ডুবে যায়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও