কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চিপ উৎপাদন এবং বিজ্ঞানে বিনিয়োগ বাড়ানোর নির্দেশে স্বাক্ষর বাইডেনের

বাংলা ট্রিবিউন আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১২:২৬

চিপ উৎপাদন বৃদ্ধি এবং বিজ্ঞানে বিনিয়োগ আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার এ সংক্রান্ত একটি বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।


প্রতিবেদনে বলা হয়, মূলত চীনের মোকাবিলায় চিপ উৎপাদন বৃদ্ধির পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন।


নতুন আইনে যুক্তরাষ্ট্রে তৈরি সেমিকন্ডাক্টরের উৎপাদন বৃদ্ধি, সরবরাহ চেইনের দুর্বলতা মোকাবিলা করা, অভ্যন্তরীণ বৈজ্ঞানিক গবেষণা শক্তিশালী করা এবং অর্থনৈতিক ও জাতীয় নিরাপত্তা আরও শক্তিশালী করতে ৫২.৭ বিলিয়ন ডলার বরাদ্দের কথা বলা হয়েছে।


হোয়াইট হাউজে এ সংক্রান্ত অনুষ্ঠানে দেওয়া ভাষণে বাইডেন বলেন, যুক্তরাষ্ট্র এবং পুরো দুনিয়া অর্থনীতি ও প্রযুক্তিতে একটি বাঁক বদলের মুখে রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও