শারীরিক ভাষায় বাজিমাত করার কৌশল

ঢাকা টাইমস প্রকাশিত: ১০ আগস্ট ২০২২, ১০:৩৩

শারীরিক ভাষা অথবা আদব-কায়দা দেখে সহজেই বুঝে নেওয়া যায় মানুষটির ব্যক্তিত্ব ৷ মানুষের ব্যক্তিত্ব খুব সহজেই সবাইকেই আকর্ষিত করে। তাদের চলাফেরা, কথাবার্তা, সবকিছুই মুগ্ধ করে। অনেক সময় শরীরের ভাষা বিরক্তির কারণ হয়। বিরক্তিকর শরীরের ভাষা থাকতে পারে আপনারও।


এ সুযোগে বদলে ফেলুন সেটাও। ভাবছেন কীভাবে বদলাবেন? মনোরোগ বিশেষজ্ঞরা শারীরিক ভাষা বিষয়ে বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে, প্রতিটি মানুষেরই এমন কিছু বৈশিষ্ট্য থাকে যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।


গবেষণায় দেখা গেছে, মানুষের মনের ভাব প্রকাশ করার ক্ষেত্রে উচ্চারিত শব্দ আর বাক্যের ভূমিকা মাত্র ৭ শতাংশ। বাকি ৯৩ শতাংশই হচ্ছে নন-ভার্বাল কমিউনিকেশন; যার মধ্যে ৫৫ শতাংশ হচ্ছে তার দেহের ভাষা বা বডি ল্যাংগুয়েজ আর ৩৮ শতাংশ হচ্ছে স্বরভঙ্গি। শব্দের ওঠানামা, স্বর প্রক্ষেপণ আর কখন থামতে হবে আর কখন দ্রুত বলতে হবে, কখন আস্তে বলবে কখন জোরে বলবে সেগুলো!

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও