এফডিসিতে ফের নির্বাচনী হাওয়া

কালের কণ্ঠ প্রকাশিত: ০৯ আগস্ট ২০২২, ১০:১৪

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন নিয়ে এখনো জলঘোলা হয়ে চলেছে। ছয় মাস ধরে ঝুলে রয়েছে সাধারণ সম্পাদক পদ। চলছে উচ্চ আদালতে মামলা। এর মধ্যেই আবার এফডিসিতে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।


২০ আগস্ট হবে প্রযোজক সমিতিরি নির্বাচন। দীর্ঘ ছয় বছর সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়নি। একের পর এক মামলা-মোকদ্দমার কারণে বারবার স্থগিত হয়েছে নির্বাচন। প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু বলেন, ‘নির্বাচন নিয়ে কিছুদিন আগেও ধোঁয়াশা ছিল। তবে মামলার রায় হয়েছে গত সপ্তাহে। ৫৪ জন প্রযোজকের সদস্য পদ  বাতিল করেছেন আদালত। তাঁরা কখনো ছবি নির্মাণ করেননি। তাঁদের কারণেই জটিলতা তৈরি হয়েছিল। আমি এবারও নির্বাচন করব। প্রযোজকরা চাইলে সভাপতি হতেও রাজি আছি। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও