![](https://media.priyo.com/img/500x/https://www.kalerkantho.com/assets/news_images/2022/08/08/og/142244kk_pic.gif)
গুগল ম্যাপের ৫ সেবা সম্পর্কে আপনি কি জানেন
কালের কণ্ঠ
প্রকাশিত: ০৮ আগস্ট ২০২২, ১৪:৫৫
গুগল ম্যাপ নেভিগেশন টুলসগুলোর মধ্যে বেশ ভালো। বলতে পারেন সেরা। কিন্তু এর মধ্যে রয়েছে নানা ধরনের সেবা, যা অনেকের অজানা। অ্যানড্রয়েড বা আইফোন যে ধরনেরই স্মার্টফোন হোক, গুগল ম্যাপ আপনাকে সহজেই আপনার গন্তব্যে পৌঁছে দেবে।
চলুন দেখে নেওয়া যাক নতুন পাঁচ বৈশিষ্ট্য।
১. দূরত্ব
কোথাও হেঁটে যাওয়ার পরিকল্পনা করলে আগে থেকেই দূরত্ব জানলে বেশ সুবিধাজনক। তা জানতে ম্যাপের গন্তব্যে মাউসের রাইট বাটনে ক্লিক করুন বা ফোনে খানিকক্ষণ ট্যাপ করে রাখুন। দুই পয়েন্টে দুটো পিন বসিয়ে ‘মেজার ডিসট্যান্স’ অপশন সিলেক্ট করলেই বের হয়ে যাবে দূরত্ব।