শ্যালিকাকে অপহরণের মামলায় ভগ্নিপতির যাবজ্জীবন
রংপুরের মিঠাপুকুরে শ্যালিকা অপহরণের মামলায় মাজহারুল ইসলাম জুয়েল নামে এক ভগ্নিপতির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন বিচারিক আদালত। একই সঙ্গে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
রোববার (৭ আগস্ট) দুপুরে এ রায় দেন রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোস্তফা কামাল । রায় ঘোষণার সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।
দণ্ডপ্রাপ্ত মাজহারুল ইসলাম জুয়েল জেলার পীরগঞ্জ উপজেলার ছোট মির্জাপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০০১ সালের ৭ অক্টোবর মাজহারুল ইসলাম জুয়েল উপজেলার সুলতানপুর গ্রামের মজনু মিয়ার স্ত্রী ও তার চাচাতো শ্যালিকা সেলিনা বেগমকে অপহরণ করেন। এ ঘটনায় মজনু মিয়া স্থানীয় লোকজনের সহযোগিতায় জুয়েলকে আটক করে মিঠাপুকুর থানায় সোপর্দ করেন। এবিষয়ে জুয়েলের বিরুদ্ধে থানায় অপহরণ মামলা দায়ের হলে জামিনে মুক্তি পেয়ে আত্মগোপনে চলে যান তিনি।
- ট্যাগ:
- বাংলাদেশ
- যাবজ্জীবন কারাদণ্ড
- অপহরন