You have reached your daily news limit

Please log in to continue


পাবনায় ট্রেনের ধাক্কায় গৃহবধূর মৃত্যু

রাজশাহী-ঢাকা রেলপথের পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় আকলিমা খাতুন (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (৭ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় তিনি মারা যান।

আকলিমা খাতুন গুয়াখড়া রেলওয়ে স্টেশনের পাশে রেলের জায়গায় বসবাসকারী অটোরিকশাচালক আব্দুল মান্নানের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানান, পাটের আঁশ ছড়ানোর জন্য বাড়ি থেকে রেললাইনের পাশ দিয়ে স্টেশনের পশ্চিমের মাঠে যাচ্ছিলেন আকলিমা।

এ সময় চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আন্তঃনগর বনলতা এক্সপ্রেস ট্রেনটি সামনে থেকে তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পার্শ্বডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান আজাহার আলী আকলিমার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত গৃহবধূ তিন সন্তানের জননী ছিলেন। অসাবধানতাবশত চলতে গিয়ে তার মৃত্যু হয়েছে। আমিন ইসলাম জুয়েল

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন