ভারতে করোনায় কমেছে মৃত্যু, শনাক্ত আরও ১৯ হাজার
ভারতে করোনা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শনিবারের তুলনায় গত ২৪ ঘণ্টায় দেশটিতে ভাইরাসে সংক্রমণের সংখ্যা কিছুটা কমেছে। একইসঙ্গে কমেছে করোনায় প্রাণহানিও।
তবে আগের দিনের তুলনায় বেড়েছে সংক্রমণের হার। রোববার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১৮ হাজার ৭৩৮ জন। শনিবার এই সংখ্যা ছিল ১৯ হাজার ৪০৬। এতে করে দেশটির মোট করোনা আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৪ কোটি ৪১ লাখ ৪৫ হাজারের কাছাকাছি।
রাজ্যভিত্তিক পরিসংখ্যানে গত একদিনে ভারতে সংক্রমণের শীর্ষে রয়েছে দেশটির রাজধানী দিল্লি। গত ২৪ ঘণ্টায় দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা দুই হাজারের গণ্ডি পার করে ২ হাজার ৩১১ জনে পৌঁছেছে।
দৈনিক সংক্রমণের তালিকায় দিল্লির পরে রয়েছে পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্র। গত ২৪ ঘণ্টায় রাজ্যটিতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৩১ জন। এছাড়া কর্নাটকে ১ হাজার ৬৯৪ জন, কেরালায় ১ হাজার ১১৩ জন ও তামিলনাড়ুতে করোনায় আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৪ জন।