প্রিয় বন্ধুদের পাঠাতে পারেন যেসব বার্তা
'বন্ধু'- শব্দটা খুব ছোট হলেও এর প্রাসঙ্গিকতা সকল বন্ধুত্বের কাছে বড়ই আবেগপূর্ণ। বন্ধু কথা শুনলেই বুকের গভীরে অন্য রকম অনুভূতি কাজ করে। মনে হয় খুব কাছের কেউ। বন্ধুত্ব মানে না কোনও জাতি, মানে না কোনও বয়স। বন্ধুত্ব হল পারস্পরিক মনের বন্ধন। শৈশবের সব দুষ্টুমির সাথী, মনের কষ্ট ভাগ করে নেওয়ার অংশীদার হল বন্ধু। জীবনে বেড়ে ওঠার পথে ছাত্রজীবন, কর্মক্ষেত্র, সংসার ও সমাজ জীবনে নানা মানুষের সঙ্গেও গড়ে ওঠে বন্ধুত্ব। বাবা-মা-এর পর যদি আমরা আমাদের মনে কাউকে স্থান দিয়ে থাকি, তাহলে সেটা হল বন্ধু।
আজ বন্ধু দিবস। প্রতিবছর আগস্ট মাসের প্রথম রোববার ফ্রেন্ডশিপ ডে বা বন্ধুত্ব দিবস পালন করা হয়। ব্যস্ততার কারণে আজ হয়তো কাছের অনেক বন্ধুর সঙ্গেই আপনার যোগাযোগ নেই, ভাবুন তো একবার বিশেষ এই দিনে সেই বন্ধু আপনার কাছ থেকে যদি ফোন বা ইন্টারনেটের মাধ্যমেও কোনো বার্তা পায় তাহলে তার দিনটি কতটা বিশেষ হয়ে উঠবে। বন্ধু লিখতে পারেন যেসব বার্তা-
১. বন্ধু মানে দুটি হৃদয়ের টান,
বন্ধু মানে ভালোবাসা আর একটু অভিমান
বন্ধু মানে হাসি-মজা, সুখ-দুঃখের গান
বন্ধু মানে দু'টি জীবন আর একটি প্রাণ।
হ্যাপি ফ্রেন্ডশিপ ডে
২. রাগ, দুঃখ, ভালোবাসা নিয়েই হয় বন্ধুত্ব। বন্ধুত্ব মানে শুধুমাত্র কোনও সম্পর্ক নয়, বন্ধুত্ব অনেক কিছু ভাবতে শেখায়। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে...
৩. আমরা সময় কাটাতে বন্ধুদের সঙ্গে থাকি না, বরং বন্ধুদের সঙ্গে থাকার জন্য সময় খুঁজি। হ্যাপি ফ্রেন্ডশিপ ডে...
৪. বন্ধু আয়না এবং ছায়ার মতো হওয়া উচিত, কারণ আয়না কখনই মিথ্যা বলে না এবং ছায়া কখনও সঙ্গ ছাড়ে না। শুভ বন্ধুত্ব দিবস...
৫.বন্ধু হবে সেই রকম
পড়বে মনে যখন-তখন
সে হবে খুব আপন,
বুঝবে আমায় মনের মতন
রাখবো তাকে নিজের করে
যাবে না সে আমায় ছেড়ে।
হ্যাপি ফ্রেন্ডশিপ ডে
৬. বন্ধুত্ব এক মূল্যবান উপহার, যাকে কোনও দাম বা অর্থ দিয়ে বিচার করা যায় না। শুভ বন্ধুত্ব দিবস...
- ট্যাগ:
- লাইফ
- বার্তা
- বন্ধু দিবস