You have reached your daily news limit

Please log in to continue


হৃত্বিক নয়, বিয়ের পিঁড়িতে এ বার সুজান!

বেশ কয়েক দিন ধরেই একটি খবরে সরগরম বলিপাড়া। হৃত্বিক রোশনের জীবনে নতুন নারী। সাবা আজাদ। তবে শুধুই কি হৃত্বিক? তেমন বললে ভুল হবে। হৃত্বিক এখন অতীত, বরং তাঁর প্রাক্তন সুজানের জীবনেই নতুন প্রেম।

অভিনেতা আরসালন গনির প্রেমে হাবুডুবু খাচ্ছেন সুজান। সুজান আর আরসালন যে খোলামেলা প্রেমেই বিশ্বাসী, তা তাঁদের দেখলেই বোঝা যায়। কখনও রেস্তরাঁর বাইরে, কখনও আবার কোনও অনুষ্ঠানে, হাতে হাত রেখে পাপারৎজির সামনে দাঁড়াতে কোনও কুণ্ঠাবোধও নেই তাঁদের।

অন্য দিকে হৃত্বিক-সাবাও দিব্যি কখনও বিদেশে ছুটি কাটাতে যাচ্ছেন, কখনও আবার একসঙ্গে পরিবারের সঙ্গে সময়ও কাটাচ্ছেন।

অনেকেরই ধারণা, খুব শিগগিরি বিয়ের পিঁড়িতে বসবেন হৃত্বিক, সাবা। কিন্তু বলিউড সূত্রে খবর, হৃত্বিক নয়, আরসালনের সঙ্গে তার আগেই গাঁটছড়া বাঁধবেন সুজান।

সুজানের ঘনিষ্ঠ মহলের দাবি, “তাঁরা দু’জনেই পরিণত। তাঁরা একসঙ্গে জীবন কাটাতে চান। বিয়েও করবেন তাড়াতাড়ি।”

তবে খুব বেশি আড়ম্বর থাকবে না সেই বিয়েতে, সূত্র বলছে এমনটাই। যদিও হৃত্বিক এবং সুজান নিজেদের জীবনে খুবই খুশি। তবে তাঁদের জীবনের প্রাধান্যের জায়গায় রয়েছে তাঁদের দুই ছেলে। সে ক্ষেত্রে মা-বাবা হিসাবে প্রায়শই একসঙ্গে দেখা যাবে হৃত্বিক, সুজানকে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন