কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

চট্টগ্রাম মহানগরে গণপরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত

কালের কণ্ঠ চট্টগ্রাম মেট্রোপলিটন প্রকাশিত: ০৬ আগস্ট ২০২২, ০৯:৩৪

বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করে সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণা দিয়েছে সরকার। প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ৮০ টাকা থেকে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪ টাকা নির্ধারণ করা হয়েছে। অকটেন লিটারে ৮৯ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং পেট্রল ৮৬ টাকা থেকে ৪৬ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।


নতুন এ দর গতকাল শুক্রবার রাত ১২টার পর থেকে কার্যকর হয়েছে।


এমন পরিস্থিতিতে চট্টগ্রাম মহানগরে যানবাহনের ভাড়া পুনর্নির্ধারণ না হওয়া পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম পরিবহন মালিকদের একাংশ। শুক্রবার দিবাগত রাত তারা এ সিদ্ধান্ত নেয়।  


জানতে চাইলে চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম চৌধুরী মঞ্জু গত রাতে কালের কণ্ঠকে বলেন, ‘জ্বালানি তেলের অস্বাভাবিক দাম বাড়ার কারণে যাঁরা যানবাহন চালাতে চান তাঁরা চালাবেন। না চালালে আমাদের করার কিছুই নেই। তবে কোনো ধর্মঘট ডাকা হয়নি। ’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও