মেসিদের দলে রোনালদোর সতীর্থ
মধ্য মাঠে শক্তি বাড়ানোর লক্ষ্যে লিলে থেকে পর্তুগিজ মিডফিল্ডার রেনাতো সানচেসকে দলে ভিড়িয়েছে পিএসজি। পাঁচ বছরের চুক্তিতে প্যারিসের ক্লাবটিতে নাম লিখিয়েছেন সানচেস। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে পিএসজি। পর্তুগিজ ক্লাব বেনফিকার একাডেমিতে বেড়ে উঠেছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।
২০১৫ সালে দলটির সিনিয়র দলে অভিষেক হয় তাঁর। এরপরের মৌসুমে যোগ দেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে। ক্লাবটির হয়ে ৫৩ ম্যাচ খেলেন। ২০১৯-২০ মৌসুমে চলে আসেন লিলেতে। তিন মৌসুমে ৯১ ম্যাচ খেলে জেতেন লিগ ওয়ান শিরোপা। পিএসজিতে নাম লিখিয়ে সানচেজ বলেছেন,'আমি নিশ্চিত, একদম সঠিক সিদ্ধান্ত নিয়ে এই ক্লাবে সাক্ষর করেছি। পিএসজিকে বেছে নিয়েছি কারণ তাদের প্রজেক্ট আমার পছন্দ হয়েছে। ফ্রান্সে থাকা আমার জন্য গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে লিগ ওয়ান সম্পর্কে সবই জানি। ' পর্তুগাল জাতীয় দলের হয়ে ৩২ ম্যাচে ৩ গোল করেছেন তিনি।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল তারকা
- ফুটবল দল
- লিওনেল মেসি