You have reached your daily news limit

Please log in to continue


জৈন্তাপুরে প্রাইভেট কার নদীতে পড়ে শিশুর মৃত্যু, আহত ৪

সিলেটের জৈন্তাপুরে প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে রাহি আক্তার আদরী নামে ৪০ দিনের এক শিশু মারা গেছে। আজ শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় শিশুটির বাবা-মাসহ আরও চারজন আহত হয়েছেন।


শিশু রাহি আক্তার আদরী নরসিংদীর শিবপুর থানার কুন্দারপাড় গ্রামের রুবেল মিয়ার মেয়ে। আহতরা হলেন রাহির বাবা রুবেল মিয়া (৩৫) মা কাজল (৩০) এবং নরসিংদী সদর থানার ফোড়াদিয়া গ্রামের বদরুজ্জামানের ছেলে রাসেল (৪৮) ও আনিকা (৩০)।


এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ২০ মিনিটে সিলেট-তামাবিল মহাসড়কের লক্ষ্মীপুর এলাকায় একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। প্রাইভেট কারটি সিলেট থেকে জাফলংয়ের দিকে যাচ্ছিল। এ সময় ৪০ দিনের এক শিশু মারা গেছে। আহত হয়েছে আরও চারজন।


ঘটনার পরপরই স্থানীয়রা তাঁদের উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমেদসহ পুলিশের একটি টিম।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন