শিশুপণ্যের মূল্যবৃদ্ধি চিন্তা বাড়াচ্ছে মা–বাবার
প্রথম আলো
প্রকাশিত: ০৫ আগস্ট ২০২২, ০৯:২৬
দেশের পণ্যবাজার বেশ কয়েক মাস ধরে অস্থিতিশীল। এর মধ্যেই অনেকটা নীরবে বেড়েছে শিশুপণ্যের দাম। আমদানি করা শিশুপণ্যের দাম বেড়েছে ২০ থেকে ৩০ শতাংশ। তাতে স্থানীয় উৎপাদক ও পরিবেশকেরা মূল্য সমন্বয় করেছেন। শিশুপণ্যের দাম বাড়ার ফলে চাপে পড়েছেন নিম্ন ও মধ্যম আয়ের মা–বাবারা।
রাজধানীর গুলশান ডিসিসি মার্কেট, মহাখালী বাজার, কারওয়ান বাজার ও নিউমার্কেট ঘুরে দেখা গেছে, শিশুর জন্য বিকল্প দুধ সেরেলাক, কর্নফ্লেক্স, বেবি কাস্টার্ড, পাস্তা ও নুডলসের দাম যেমন বেড়েছে; একই সঙ্গে বেড়েছে শিশুদের ডায়াপার, সাবান, শ্যাম্পু, লোশন, বডিওয়াশ, বেবি লন্ড্রি ডিটারজেন্ট, ওয়াকার ও খেলনার মতো পণ্যের।