শাহজালালে ৪০ মিনিট পর ফ্লাইট ওঠানামা শুরু
কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ রানওয়েতে আটকে পড়ায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তত ৪০ মিনিট উড়োজাহাজ ওঠানামা বন্ধ ছিল।
বৃহস্পতিবার রাত আটটার দিকে রানওয়ে থেকে উড়োজাহাজটি সরানোর পর পরিস্থিতি স্বাভাবিক হয়। এসময়ে ১৫টি উড়োজাহাজের ওঠানামা বিলম্বিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাতার এয়ারওয়েজের উড়োজাহাজটির কারণে ফ্লাইট ওঠানামা বিলম্বিত হয়। সেটি সরানোর পর রানওয়েতে উড়োজাহাজ ওঠানামার কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্টরা জানান, সন্ধ্যা ৭টা ১০ মিনিটের পরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে কাতার এয়ারওয়েজের একটি উড়োজাহাজ অবতরণ করে। পরে তা রানওয়ে থেকে সরানো যাচ্ছিল না। এতে উড়োজাহাজের ওঠানামা বিলম্বিত হয়।
গ্রুপ ক্যাপ্টেন কামরুল বলেন, “কাতার এয়াওয়েজের উড়োজাহাজটি নিরাপদে অবতরণের পর পাইলট আমাদের কাছে টোয়িং সহায়তা চান। আমরা সেভাবে তাদেরকে সহায়তা দিয়েছি। উড়োজাহাজটি ৪০ মিনিট পর রানওয়েতে থেকে সরানো হয়েছে।”
- ট্যাগ:
- বাংলাদেশ
- চলাচল শুরু
- ফ্লাইট চলাচল