ঝিনাইদহে কৃষকের পায়ের রগ কাটল প্রতিপক্ষরা

ঢাকা টাইমস ঝিনাইদহ প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ১৮:০৫

ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়াশাল ইউনিয়নের চান্দো গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে খোকন শিকদার (৪৫) নামের এক কৃষককে কুপিয়ে পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষরা। বুধবার বিকালে ওই গ্রামের বিলে এ ঘটনা ঘটে। আহত খোকন শিকদারের ভাই তিতু শিকদার বলেন, বুধবার বিকালে তার ভাই খোকন বাড়ির পাশের বিলে গরু চরাচ্ছিল।


সেসময় একই গ্রামের হাফিজুরের নেতৃত্বে আক্তারুল, ইমরুল, আনোয়ার, রবিউল, ইমামুল, কাশেমসহ আরও কয়েকজন তার ওপর হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে খোকনকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে তার স্বজনরা। এ ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার।


তিতু শিকদার বলেন, যারা আমার ভাইয়ের ওপর হামলা চালিয়ে তারা বিএনপির সক্রিয় ক্যাডার। তার ভাগ্নে পার্শ্ববর্তী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় তারা বেপরোয়া হয়ে উঠেছে। চেয়ারম্যানের উস্কানিতে এ হামলার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার ওসি শেখ মো. সোহেল রানা বলেন, ঘটনাটি শুনেছি। এখনও লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও