টাক পড়ার দিন কি শেষ?

www.tbsnews.net প্রকাশিত: ০৪ আগস্ট ২০২২, ১৫:৩৯

চুলের ফলিকল কোষগুলো কখন বিভাজিত হয় এবং কখন মারা যায় তা নিয়ন্ত্রণ করতে একটি মাত্র নির্দিষ্ট কেমিক্যাল বা রাসায়নিককে চিহ্নিত করেছেন বিজ্ঞানীরা। গবেষকদের এই আবিষ্কার শুধু টাক মাথার চিকিৎসার জন্যই নয়, বরং ক্ষত নিরাময়ের চিকিৎসাকেও ত্বরান্বিত করতে পারে। কারণ ফলিকল হল স্টেম সেলের উৎস।


ভ্রূণের বিকাশের সময়েই মানবদেহের বেশিরভাগ কোষের (নির্দিষ্ট) গঠন এবং কাজ নির্ধারিত হয়ে যায়, যা পরে আর পরিবর্তিত হয় না। একটি রক্তকণিকা যেমন স্নায়ু কোষে পরিণত হতে পারে না, ঠিক তেমনি স্নায়ুকোষ পরিণত হতে পারেনা রক্তকণিকায়। তবে স্টেম সেল, স্ক্র্যাবল গেমের (অক্ষর বিন্যাসের খেলা) ফাঁকা ঘরগুলোর মতো; এরা অন্য ধরনের কোষে পরিণত হতে পারে।


নিজেদের অভিযোজন ক্ষমতাবলে এরা ক্ষতিগ্রস্ত টিস্যু বা অঙ্গ নিরাময়ের জন্য ব্যবহৃত হয়। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও