কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


ইমরানকে অযোগ্য ঘোষণায় নির্বাচন কমিশনে আবেদন, আইনি ব্যবস্থা চান নওয়াজও

পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ (পিটিআই) নেতা ইমরান খানকে অযোগ্য ঘোষণা করতে পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি) বরাবর আবেদন জমা পড়েছে।

পিটিআই নিষিদ্ধ উৎস থেকে তহবিল পাচ্ছে বলে নির্বাচন কমিশন রায় দেওয়ার পর আমুন তারাক্কি পার্টির চেয়ারম্যান ফাইক শাহ আবেদনটি করেন। একইদিন সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএল-এন নেতা নওয়াজ শরিফও বলেছেন, তিনি চান সরকার ইমরানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিক। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউন ও ডনের।

ভুয়া হলফনামা জমা দেওয়ার কারণে পিটিআই চেয়ারম্যান ইমরান খানকে সংবিধানের ৬২(১)(এফ) অনুচ্ছেদের আওতায় অযোগ্য ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন ফাইক শাহ।

জাতীয় পরিষদের সদস্য ও প্রধানমন্ত্রী হিসেবে ইমরান খান যেসব বিশেষ সুযোগ-সুবিধা পেয়েছিলেন তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন।
পিটিআইয়ের চেয়ারম্যান পদ থেকে ইমরানকে সরিয়ে দেওয়ারও অনুরোধ জানানো হয়েছে।

এদিকে ইমরানের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিএমএলএন প্রধান নওয়াজ শরিফ। গতকাল মঙ্গলবার নির্বাচন কমিশনের রায়ের পর এ আহ্বান জানান তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন