সবচেয়ে বেশি গালি খান রোনালদো

কালের কণ্ঠ প্রকাশিত: ০৩ আগস্ট ২০২২, ১৬:৩৩

ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেয়ার পর থেকেই ক্রিস্তিয়ানো রোনালদো আছে আলোচনায়। মাঠের পারফরম্যান্সে রোনালদোকে স্বরূপে দেখা গেলেও দলীয়ভাবে ব্যর্থ হয় তাঁর ক্লাব। এতে দলের ব্যর্থতার দায় নিতে হয়েছে তাকে। নতুন মৌসুমে ক্লাব ছাড়া না ছাড়া হয়েছে নানা নাটকীয়তা।


এতে শিকার হতে হয়েছে নানা সমালোচনার। শুনতে হয়েছে গালিগালাজও। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলারদের মধ্যে টুইটারে গত মৌসুমে সবচেয়ে বেশি গালি দেওয়া কিংবা কটূক্তি করা হয়েছে ক্রিস্তিয়ানো রোনালদোকে। এর ঠিক পরের দুই অবস্থানেই আছেন তাঁরই সতীর্থ হ্যারি ম্যাগুয়ের ও মার্কাস র‌্যাশফোর্ড। দা অ্যালান টার্নিং ইন্সটিটিউট ও অফকমের (অফিস অব কমিউনিকেশন) একটি জরিপে উঠে এসেছে এই তথ্য। ক্রিস্তিয়ানো রোনালদোকে নিয়ে টুইটারে গালিগালাজ হয়েছে মোট ১২ হাজার ৫২০টি।


হ্যারি ম্যাগুয়েরকে নিয়ে ৮ হাজার ৯৫৪টি এবং র‍্যাশফোর্ডকে নিয়ে ২ হাজার ৫৫৭টি। ইংলিশ ক্লাব হিসেবে সবচেয়ে বেশি কটূক্তি শুনেছে টটেনহাম। নতুন একটি প্রযুক্তির মাধ্যমে ২০২১-২২ মৌসুমের শেষ ৫ মাসের ২৩ লাখ টুইটার বার্তা বিশ্লেষণ করে এই ফলাফল পেয়েছে তারা। জরিপে জানা গেছে, সবচেয়ে বেশি কটূক্তি শোনা দশ খেলোয়াড়ের মধ্যে ৮জনই ম্যানচেস্টার ইউনাইটেডের। বাকি দুইজন হচ্ছেন; টটেনহামের হ্যারি কেইন ও ম্যানচেস্টার সিটির জ্যাক গ্রিলিশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও