রাবির ভর্তি পরীক্ষায় প্রথম হলেন প্রক্সি পরীক্ষার্থী!
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে মানবিক অনুষদভুক্ত 'এ' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল অনুযায়ী গ্রুপ-২ এ প্রথম হয়েছেন এক প্রক্সি পরীক্ষার্থী। এছাড়া একই ইউনিটের গ্রুপ-৩ এ আরেক প্রক্সি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।
ওয়েবসাইটে প্রকাশিত ফলে দেখা যায়, 'এ' ইউনিটের গ্রুপ-২ এ প্রথম হয়েছেন ৩৯৫৩৪ রোলের পরীক্ষার্থী তানভীর আহমেদ। যার হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়ে একবছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন প্রক্সিদাতা বায়জিদ খান। এছাড়া গ্রুপ-৩ এ মেধাতালিকায় ৬ হাজার ৯২১তম হয়ে উত্তীর্ণ হয়েছেন ৬২৮২৮ রোলের পরীক্ষার্থী মোছা. ইশরাত জাহান। যার হয়ে পরীক্ষা দিতে এসে ধরা পড়ে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন প্রক্সিদাতা জান্নাতুল মেহজাবিন। এছাড়া বাকি দুজন প্রক্সি পরীক্ষার্থীকে ওয়েবসাইটে প্রকাশিত ফলে এক্সপেলড দেখানো হয়েছে।